ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য দল রওয়ানা হলো মঙ্গলবার। অনূর্ধ্ব-১৭ জাতীয় জুনিয়র ফুটবল আসরে অংশ নিতে মেয়েদের বিভাগে রাজ্য দল মঙ্গলবার রেল পথে কর্ণাটকের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। আগামী ২৭ জুলাই থেকে কর্নাটকের বেলগামে শুরু হচ্ছে টুর্নামেন্ট। অনূর্ধ্ব ১৭ জাতীয় জুনিয়র মেয়েদের ফুটবল টুর্নামেন্টে ত্রিপুরা দলকে খেলবে। ২৭ জুলাই প্রথম ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ পণ্ডিচেরি। ২৯ জুলাই ত্রিপুরা দ্বিতীয় ম্যাচে খেলবে রাজস্থানের বিরুদ্ধে। ৩১ জুলাই তৃতীয় ম্যাচে ত্রিপুরা খেলবে লাক্ষা দ্বীপের বিরুদ্ধে। ৪ আগস্ট গ্রুপ লীগের শেষ ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ মহারাষ্ট্র। মঙ্গলবারে রওয়ানা হওয়া রাজ্য দলের খেলোয়াড়রা হলো তৃষা দেবনাথ (অধিনায়িকা), হামারি দেববর্মা, ধনিতা রিয়াং, সুখী রানি জমাতিয়া, মমতা দেবী মলসুম, রুমা ঝাড়া, অনিতা গৌড়, ঝলক জমাতিয়া, সোহানা জমাতিয়া, সোনিয়া দেববর্মা, তুলসী রানী জমাতিয়া, রিয়া জমাতিয়া, জয়া দেববর্মা, সাবমনি উড়াং, দীপিকা দেববর্মা, রবিমালা দেববর্মা, জেসিকা ঝাড়া, স্মৃতি জমাতিয়া, পুনমদীতা দেবনাথ (সহ অধিনায়িকা) সংগীতা দাস, কবিতা সাঁওতাল ও কুন্তী ওড়াং। কোচ সুশান্ত দেববর্মা, ম্যানেজার রজকিনী দেববর্মা।