নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই:
রাজধানী আগরতলা শহর এলাকার লিচু বাগান সাহাপাড়ায় গতকাল রাতে গুলিকাণ্ডে জড়িত একজনকে জালে তুলতে সক্ষম হয়েছে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ। সোমবার মধ্যরাতে রাজধানী আগরতলা শহর সংলগ্ন লিচুবাগান সাহাপাড়ায় এলাকার বাসিন্দা শ্যামের ছেলে শচীন এক যুবককে লক্ষ্য করে পরপর তিন রাউন্ডগুলি চালায়। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ভাগ্যিস ওই যুবক প্রাণে বেঁচে যায়।
এব্যাপারে রাতেই নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। অভিযোগমূলে পুলিশ তদন্তক্রমে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে। পুলিশ জানিয়েছে গোয়ালা বস্তি এলাকার শ্যাম ও তার ছেলে শচীন নেশা বাণিজ্যে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। শচীনকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে আরো তথ্য বেরিয়ে আসবে বলে খবর।

