BRAKING NEWS

১৫ অক্টোবর দুর্গাপুজো কার্নিভাল, পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে ঘোষণা মমতার

কলকাতা,  ২৩ জুলাই (হি. স.) :  ১৫ অক্টোবর দুর্গাপুজো কার্নিভাল । মঙ্গলবার পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে এমনটা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় শপথ গ্রহণ পর্বের পর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। ওই বৈঠক হয়েছে বিধানসভায়। উপস্থিত ছিলেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার সহ সচিবালয়ের শীর্ষ আধিকারিকরা। ওই বৈঠক শেষে বিধানসভা থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে যান তিনি। “ফোরাম ফর দূর্গোৎসব” এর ডাকে ছিল জরুরি ও পর্যালোচনা বৈঠক । পূজো কমিটির প্রতিনিধি থেকে শুরু করে দমকল বাহিনী, পূর্ত দফতর, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার প্রতিনিধিরা হাজির ছিলেন।  পুজো উদ্যোক্তারা সামিল হন এই বৈঠকে। বিধানসভা প্রাঙ্গণ থেকে সরাসরি পায়ে হেঁটে সটান পৌঁছেছেন তিনি নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। পথচলতি জনতা এই আকস্মিক ঘটনাতে হতবাক। বিধানসভা থেকে কড়া পুলিশের নিরাপত্তার মধ্যেই নিজস্ব গাড়ি ছেড়ে দিয়ে চলে যান সেখানে।   এদিকে,  এবছর পুজোর অনুদানও বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। ক্লাবগুলির ফায়ার লাইসেন্স সহ সব কর মকুব করেছে রাজ্য সরকার। পুজো কমিটি পিছু গতবার অনুদান ৭০ হাজার থেকে বেড়ে করা হয়েছে ৮৫ হাজার টাকা। এতে খুশি পুজো উদ্যোক্তারা। পুজো কমিটির কর্তাদের জানানো হয়েছে যে, এবছর বিদ্যুৎ বিলে ৭৫ শতাংশ ছাড় মিলবে এই আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি আগামী ১৫ অক্টোবর পুজো কার্নিভ্যাল। দশমীর দিন থেকেই ১৩ ও ১৪ তারিখ প্রতিমা নিরঞ্জন করা যাবে। এছাড়াও এক গুচ্ছ নির্দেশিকা ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *