নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই:
রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির বিরুদ্ধে ফের এক চাঞ্চল্যকর অভিযোগ করলেন রোগীর পরিজন। এক বৃদ্ধ মহিলাকে পরিষেবা প্রদান করায় ৩০০ টাকা চাইলেন হাসপাতালের কর্মী।
একই বৃদ্ধ মহিলা বেশ কিছুদিন ধরে মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন। গতকাল তাকে ছুটি দেওয়া হলে পুনরায় আজ অর্থো বিভাগে দেখানোর জন্য হাসপাতালে নিয়ে আসেন উনার ছেলে। ওই বৃদ্ধ মহিলা চলাফেরা করতে পারেন না। সেখানে হাসপাতালের এক মহিলা কর্মী থেকে পরিষেবা নিয়েছেন ওই বৃদ্ধ মহিলা। বৃদ্ধ মহিলাকে হাসপাতালের বিভিন্ন পরিষেবা নিতে সাহায্য করেছেন ওই হাসপাতালের মহিলা কর্মী। তারপর বৃদ্ধ মহিলার ছেলের থেকে ৩০০ টাকা দাবি করেন হাসপাতালের কর্মী ওই মহিলা। রোগীর ছেলের দাবি এর আগেও যতবার তিনি মাকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছেন ততবার হাসপাতালের যে সকল কর্মীরা পরিষেবা প্রদান করেছেন তারা টাকা দাবি করেছেন।
যেখানে সরকারি হাসপাতালে রাজ্যের স্বাস্থ্য দপ্তর বিনা পয়সায় রোগীদের বিভিন্ন পরিষেবা প্রদানের ব্যবস্থা করেছেন সেখানে একাংশ এ ধরনের কর্মীদের কারণে বারবার সমালোচনার মুখে পড়তে হচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সহ হাসপাতাল কর্তৃপক্ষকে। এ ধরনের একাংশ কর্মীর বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর কঠোর ব্যবস্থা গ্রহণ করুন দাবী শুভবুদ্ধিসম্পন্ন জনগণের।