ত্রিপুরেশ্বরী মন্দিরের কাজ দ্রুত সম্পন্ন করতে সংসদের দাবি জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২২ জুলাই: উদয়পুরস্থিত ত্রিপুরেশ্বরী মন্দির নবরূপে সজ্জিত করার কাজ দ্রুত সম্পন্ন করতে সংসদের অধিবেশনে দাবি জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন শ্রী দেব বলেন, প্রসাদ প্রকল্পের অধীন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে নবরূপে সজ্জিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা মায়ের দর্শন করতে আসেন। তাই পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পারিপার্শ্বিক বর্ধিত পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। তার জন্য পূর্বে কেন্দ্র সরকারের পর্যটক মন্ত্রণালয় ৩৭.৮ কোটি টাকার অনুমোদন মিলেছে। কিন্তু উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য অতিরিক্ত ১৭. ৬১ কোটি টাকার প্রয়োজন।

তাই অতিরিক্ত অর্থ বরাদ্দের মাধ্যমে নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।