আগরতলা, ২২ জুলাই: সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে ভর্তি হতে আসা ছাত্র-ছাত্রীদের জোর পূর্বক বিভিন্ন বিষয় চাপিয়ে দেওয়া অভিযোগ উঠেছে।
ছাত্রছাত্রীদের অভিমত, বিদ্যালয় জীবনে যেখানে তারা কলেজ কর্তৃপক্ষ থেকে জোরপূর্বক চাপিয়ে দেওয়া বিষয়গুলি সম্পর্কে কোন ধারণাই নিয়ে আসেনি। সেখানে তারা মহাবিদ্যালয়ে এসে কিভাবে এই বিষয়গুলি নিয়ে লেখাপড়া করবে।
তাদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ নাকি একটা সময় জানিয়ে দেন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত করা বিষয়গুলি ছাড়া শিক্ষার্থীদের অন্য কোন বিষয়ে ভর্তি হতে দেবে না। তাই ব্যাগতিক শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে ধরনায় বসে প্রতিবাদে সোচ্চার হয়।
ছাত্রদের এই প্রতিবাদ বিষয়ে মহাবিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন প্রাক্তন ছাত্রনেতা আক্তার হোসেন জানায়, তাদের প্রতিবাদের জেরে পরবর্তী সময়ে কলেজ কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করে উক্ত বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যাটির সমাধান করবেন বলে আশ্বস্ত করেন মহাবিদ্যালয় এর দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সুকোমল কান্তি ঘোষ।

