BRAKING NEWS

ভালো খেলা ও সাফল্যের লক্ষ্যে ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাব প্রস্তুত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। স্থানীয় ফুটবলারদের নিয়ে দল গড়ার পেছনে মুখ্য উদ্দেশ্য হলো মাঠে ভালো খেলা উপহার দেওয়া। লীগ চ্যাম্পিয়নের প্রত্যাশা তো অবশ্যই রয়েছে। ‌২০১৭ তে বি ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে এ ডিভিশনে উন্নীত হওয়ার পর গত বছর নানাবিধ কারণে বি ডিভিশনে পুনরায় অবনমিত হতে হয়েছিল। এবারই যেন পুনরায় এ ডিভিশনে উন্নীত হওয়া যায়, তার সর্বতো প্রয়াস থাকবে। এ বিষয়ে গুরুত্ব দিয়েই মুখ্যত কিল্লার ফুটবলারদের নিয়ে এবার ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবের ফুটবল টিম গড়া। আজ, রবিবার বিকেলে ক্লাবের  নির্মিয়মান কনফারেন্স হলে এক বিশেষ অনুষ্ঠানে বীরেন্দ্র ক্লাবের ফুটবলারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। এবার জার্সি স্পন্সররে এগিয়ে এসেছে ইথিওপিয়া জান্নাত ব্যবসায়ী প্রতিষ্ঠান। কোচ মাখন জমাতিয়ার তত্ত্বাবধানে আশা মোহন জমাতিয়ার নেতৃত্বে বীরেন্দ্র ক্লাব প্রত্যাশিত সাফল্য পাবে বলেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সহ-সভাপতি সুদীপ দাশগুপ্ত, কেশব মজুমদার, সম্পাদক দেবপ্রসাদ দত্ত, যুগ্ম সম্পাদক অমিত দেব, অঞ্চল সেনগুপ্ত, আজীবন সদস্য নারায়ণ নন্দী, চন্দন ধর প্রমূখ প্রত্যেকের ধারণা। স্পন্সরর ইথিওপিয়া জান্নাত এর পক্ষে অ্যাডভাইজারি ডিরেক্টর রিমি বসু এ ধরনের ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে নিজেদেরকে জড়াতে পেরেছেন বলে অত্যন্ত গর্ব প্রকাশ করেছেন। তিনিও ক্লাব দলকে সাফল্যের বিষয়েশুভেচ্ছা জানিয়েছেন। স্থানীয় খেলোয়ারদের পাশাপাশি মনিপুর থেকে একমাত্র লৌরিয়াম সুভাষ দলকে একটু হলেও অতিরিক্ত শক্তি যোগাবে বলে ক্লাবের ফুটবল টিমের কো-অর্ডিনেটর তথা ম্যানেজার কেশব মজুমদার উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *