কেন্দ্রের সরকার থাকবে না, দিদির পাশে লড়াইয়ে থাকব: অখিলেশ যাদব

কলকাতা, ২১ জুলাই (হি.স.): কেন্দ্রের সরকার থাকবে না, চলে যাবে, বিজেপিকে গদি থেকে নামাতে দিদির পাশে লড়াইয়ে থাকব। জানিয়ে দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। রবিবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ থেকে অখিলেশ যাদব বলেছেন, ‘‘দিল্লিতে যাঁরা ক্ষমতায় রয়েছেন, তাঁরা লাভের জন্যই সব করেন। ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেন। বাংলায় বিজেপিকে আপনারা হারিয়ে দিয়েছেন। উত্তর প্রদেশের মানুষও তা-ই করেছে। এঁরা আসলে দিল্লিতে কিছু দিনের অতিথি। দিল্লিতে সরকারের পতন হবে। দেখব আমরা। আমাদের খুশির দিন আসবে।’’  অখিলেশ আরও বলেছেন, ‘‘দিল্লিতে যাঁরা রয়েছেন, তাঁরা মানুষের ভাল চান না। এঁরা অন্যের প্রাণ নেন, কিন্তু দেন না। তা ধরে রাখার জন্য শহীদ ধার নেন। অন্যদের মহাপুরুষকে নিজেদের বলে দাবি করেন। এঁদের গুরুদেব বা নেতাজিও থাকেন না। মহাপুরুষ হতে গেলে মানবিক হতে হবে। এঁরা তা করেন না। যা খুশি তা-ই করতে পারেন। যখন জনতা জেগে ওঠে, এই সব লোকের মিথ্যা প্রচার ধাক্কা খায়। হতাশ হয়ে নিজেদের মধ্যে লড়াই শুরু করেন। দেশ জেগে উঠেছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *