নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজধানী আগরতলা শহর এলাকার জগহরিমুড়া এলাকা থেকে এক কুখ্যাত নেশা কারবারিকে আটক করা হয়েছে। তার নাম নাহিদ মিয়া। আগরতলা পূর্ব থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ড্রাগস ব্যবসায়ী পান্ডাকে আটক করতে সক্ষম হয়েছে।
পূর্ব থানার ওসি জানিয়েছেন, তাদের কাছে গোপন সূত্রে সুনির্দিষ্ট খবর আসে স্কুটিতে করে আগরতলা শহর এলাকার বিভিন্ন স্থানে স্কুল কলেজের ছাত্রদের মধ্যে ড্রাগস বিক্রি করে চলেছে কতিপয় লোকজন। সেই খবরের ভিত্তিতে একটি টিম গঠন করে মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে জগহরি মুড়া থেকে নাহিদ মিয়া নামে মূল পান্ডাকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। তার কাছ থেকে হেরোইন উদ্ধার হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত আরো বেশ কয়েকজনের নাম নাম জানতে সক্ষম হয়েছে পুলিশ। তাদেরকেও আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রেখেছে।