কাটিহার ও অমৃতসরের মধ্যে সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালাবে এনএফ রেলওয়ে

গুয়াহাটি, ২১ জুলাই (হি.স.) : বিদ্যমান গ্রীষ্মকালে যাত্রীদের সুবিধার জন্য যাত্রীর বর্ধিত চাহিদার প্রতি লক্ষ্য রেখে আরও এক জোড়া সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)। ট্রেনটি সাপ্তাহিক ভিত্তিতে উভয় দিকে চারটি করে ট্রিপের জন্য কাটিহার ও অমৃতসরের মধ্যে চলাচল করবে। এই এক্সপ্রেস ট্রেনগুলি বিহার এবং ভারতের উত্তর অংশের মধ্যে রেল পরিষেবা উন্নত করবে এবং ছাত্রছাত্রী ও শ্রমিকদের উপকার করার পাশাপাশি বাণিজ্য ও অন্যান্য অর্থনৈতিক কার্যকলাপকে উৎসাহিত করবে।

আজ রবিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন। প্রেস বিবৃতিতে ট্রেনগুলির নিয়মিত পরিষেবার বিবরণ দিয়ে তিনি জানান, ট্রেন নম্বর ০৫৭৩৪ কাটিহার-অমৃতসর স্পেশাল ২৫ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার কাটিহার থেকে ১১:৪০ ঘণ্টায় রওয়ানা দিয়ে শনিবার ০০:১০ ঘণ্টায় অমৃতসর পৌঁছবে।

ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫৭৩৩ অমৃতসর-কাটিহার স্পেশাল ২৭ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত প্রত্যেক শনিবার অমৃতসর থেকে ০৪:২৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে রবিবার ১৫:০০ ঘণ্টায় কাটিহার পৌঁছাবে। ট্রেনটি উভয় দিকে নউগাছিয়া, মুজফফরপুর, নারকটিয়াগঞ্জ, গোরখপুর জংশন, গোন্ডা জংশন, কানপুর সেন্ট্রাল, ওল্ড দিল্লি জংশন, চণ্ডীগড় জংশন, জলন্দর সিটি জংশন প্রভৃতি স্টেশন হয়ে চলাচল করবে। ট্রেনে যাত্রীদের জন্য দুটি এসি-৩ টিয়ার, ১৪টি স্লিপার ক্লাস এবং চারটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *