নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): কংগ্রেস ও গান্ধী পরিবারের সমালোচনায় সরব হলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, যদি কেউ সংবিধানের অবমাননা করে থাকে, তা কংগ্রেস ও গান্ধী পরিবার। রবিবার অনুরাগ সিং ঠাকুর বলেছেন, রাহুল গান্ধী এবং তাঁর দল কংগ্রেস সংবিধানের প্রতি আরও বেশি ভালবাসা দেখাচ্ছে। সংবিধানের কপি দেখিয়ে মিথ্যা শপথ করে সত্যের পরিবর্তন হবে না। যদি কেউ সংবিধানের অবমাননা করে থাকে, তবে তা হল কংগ্রেস এবং গান্ধী পরিবার… রাহুল গান্ধী কি সংবিধানের প্রস্তাবনাও পড়েছেন?… এতে কংগ্রেস সরকারের কুকীর্তি এবং সংবিধানবিরোধী কাজগুলি বর্ণনা করা হয়েছে… শুধু সংবিধানের কপি নেড়ে কাজ হবে না, এটা পড়তেও হবে… দেশে জরুরি অবস্থার কালো অধ্যায় জারি করেছিল কংগ্রেস। ভণ্ডামি ত্যাগ করে দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।”
2024-07-21