ফের বাইক চুরির ঘটনা উত্তরজেলায়

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২১ জুলাই: কিছুদিন বন্ধ থাকলেও পুনরায় ফের সক্রিয় বাইক চোর। ঘটনা ধর্মনগর জোর কালভার্ট এলাকায়।
ঘটনার বিবরণের প্রকাশ, শনিবার রাতে ডুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আলমাস উদ্দিন তার ১৫০ সিসির পালসার বাইক দিয়ে তার ভাগ্নেকে পান কিনতে পাঠায়।  সে ডুপিরবন্দ নিজ বাড়িতে বাইক নিয়ে পান নেওয়ার জন্য আসে। বাইকটি ধর্মনগর জোর কালভার্ট এলাকায়  রেখে, অন্য এক বন্ধুর বাইকে করে বটরসী বাজারে পান নেওয়ার জন্য চলে যায় । ১০ মিনিটের মাথায় বটরসি বাজার থেকে জোর কালভার্ট গিয়ে দেখতে পায় তার বাইকটি যথাস্থানে নেই। সঙ্গে সঙ্গে আশপাশ এলাকায় খুঁজাখুঁজি করে কোন কিনারা না করতে পেরে সে  ধর্মনগর থানায় গোটা বিষয়  অবগত করে।

ধর্মনগর থানা পুলিশ তদন্ত শুরু করেছে।  বিগত তিন মাস পূর্বে ধর্মনগর থানা এলাকায় প্রতিনিয়ত বাইক চুরি শুরু হয়েছিল। ধর্মনগর থানার পুলিশ দিশেহারা  হচ্ছিল বাইক চুরি রুখতে। অবশেষে এক দুজন চোরকে আটক করে সেই বাইক চুরির ঘটনা সামাল দেয় । কিন্তূ গতকাল পুনরায় এ ধরনের চুরির ঘটনা ঘটায় পুলিশ চিন্তায় রয়েছে পুনরায় বাইক চুরির নতুন কোন দল গঠন করলো নাকি চোরের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *