নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ জুলাই: ভোট ভাগাভাগি বন্ধ করতে উত্তর ত্রিপুরা জেলায় জেলা পরিষদের ২ আসনে এবং পঞ্চায়েত সমিতির ২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে বিরোধীরা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের প্রথম দিনে জেলা পরিষদের দুই আসনে এবং পঞ্চায়েত সমিতির দুই আসনে মনোনয়ন প্রত্যাহার করল বিরোধীরা ।
শনিবার সকালে রিটার্নিং অফিসার অভিরাম দেববর্মার নিকট জেলা পরিষদের ১৩ নং আসনের কংগ্রেস প্রার্থী অমরজিৎ দাস এবং জেলা পরিষদের ১১ নং আসনের বাম প্রার্থী প্রদীপ কুমার দাস তাদের পারিবারিক এবং শারীরিক সমস্যার কথা জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন ।
অন্যদিকে পঞ্চায়েত সমিতির স্তরে ৯ নং আসনের সিপিআইএম প্রার্থী প্রমিলা তাঁতি এবং ১০ নং আসনের সিপিআইএম প্রার্থী সুখময় দাস একইভাবে রিটার্নিং অফিসার অভিজিৎ দাসের সাথে সাক্ষাৎ করে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন ।