নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২০ জুলাই: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ। ভয়-ভীতি উপেক্ষা করে ৮ আগস্ট প্রত্যেককে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন তারা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ফুটে জয়ী করার আহ্বান জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ। কুমার ঘাটে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক সত্যবান দাস, প্রদেশ কংগ্রেসের সাধারন সম্পাদক তরুন সাহা, সিপিআই এম এর মহকুমা সম্পাদক মিন্টু চন্দ্র দাস প্রমুখরা।
সাংবাদিক বৈঠকে সিপিআইএম মহকুমা সম্পাদক মিন্টু চন্দ্র দাস অভিযোগ করেন নির্বাচনে লড়তে কুমারঘাট ব্লকের অধিন ২৭২ টি পঞ্চায়েত আসনের মধ্যে ২৬৪ টি আসনে প্রার্থী দিয়েছে ইণ্ডিয়া জোট। বিরোধীদের অভিযোগ শাসক দলের হামলা হুজ্জুতির কারনে বাকি আসনগুলোতে প্রার্থী দিতে পারেনি তারা।
তিনি অভিযোগ করেন বিরোধীরা মনোনয়ন জমা দেওয়ার সময় ফটিকরায় এলাকায় তাদের পথ আটকে বেশ কয়েকজনের মনোনয়নপত্র ছিনতাই করে প্রার্থীদের শারিরিকভাবে নিগৃহিত করে শাসক দল আশ্রিত দুষ্কৃতিরা। এই ঘটনায় শাসক দলীয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের প্ররোচনা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবী অবাধ ভোটে নিজেদের পরাজয় আঁচ করতে পেরে এই সন্ত্রাসের পথ বেছে নিয়েছে শাসক দল।