রানাঘাট, ১৯ জুলাই (হি.স.) : রানাঘাট দক্ষিণ বিধানসভার পায়রাডাঙ্গায় উপনির্বাচনের দিন হিংসার শিকার এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারা এলাকার নাগরিকদের সাথে সাক্ষাৎ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তিনি তাদের প্রতি সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন।
শুভেন্দু অধিকারী বলেন, “এই ধরনের হিংসা এবং ভোটাধিকার প্রয়োগ করতে না পারার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি এবং তাদের অধিকার রক্ষায় সবধরনের সহায়তা করবো।”
উল্লেখ্য, উপনির্বাচনের দিন পায়রাডাঙ্গায় বেশ কয়েকটি হিংসাত্মক ঘটনা ঘটে যার ফলে অনেকেই তাদের ভোট দিতে পারেননি। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতার এই পদক্ষেপ এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে। শুভেন্দু অধিকারী জানান, এই ঘটনার যথাযথ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি নিয়ে তিনি বিধানসভায় বিষয়টি উত্থাপন করবেন।