শীতলকুচি, ১৯ জুলাই (হি.স.) : গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এই নিয়ে শুক্রবার মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এক সাংবাদিক বৈঠক করেন। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ গতকাল শীতলকুচি থানার অন্তর্গত পূর্ব ভোগডাবরি এলাকায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সাংবাদিক বৈঠকে জানান, গোপন সূত্রের ভিত্তিতে শীতলকুচি থানার পুলিশ গতকাল পূর্ব ভোগডাবরি এলাকার কৃষ্ণ মন্ডলের বাড়ি থেকে ১০ টি প্যাকেটে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। তবে ওই ব্যক্তির বাড়িতে এত পরিমাণ গাঁজা কীভাবে এলো তা এখনো স্পষ্ট নয়। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, যাতে গাঁজার উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়।