(আপডেট) গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, মৃত দুই, আহত অন্তত ২০

গোন্ডা, ১৮ জুলাই (হি. স.): জুন মাসের পর ফের জুলাইতে রেল দুর্ঘটনা। উত্তরবঙ্গের পর এবার ঘটনাস্থল উত্তর প্রদেশ। বৃহস্পতিবার উত্তর প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। জানা গেছে, একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ২০ জন। একথা জানিয়েছেন গোন্ডার জেলাশাসক নেহা শর্মা। তিনি আরও জানান, আহতরা চিকিৎসাধীন। যাত্রীদের বিশেষ ট্রেনে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, ১০-১২টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকাজ। যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে।