নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৮ জুলাই: আসন্ন ত্রিস্তর ভোটে কৈলাসহরে অধিকাংশ জায়গায় ইন্ডিয়া জোট ভোটে লড়াই করলেও কিছু কিছু জায়গায় কেরল মডেলে লড়াই করা হচ্ছে বলে জানালেন বিধায়ক বিরজিত সিনহা। বিধায়ক বিরজিত সিনহা এবং ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার ঊনকোটি জেলা পরিসদ, গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং গৌরনগর ব্লকের অধীনে সমস্ত গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস দলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে গৌরনগর এলাকার কংগ্রেস দলের অফিস প্রাংগন থেকে দলীয় কর্মী সমর্থকরা মিছিল করে গৌরনগর ব্লকে এসে মনোনয়ন পত্র জমা দেন। তবে, মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে কংগ্রেস দলের মিছিলে রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গৌরনগর ব্লকের অধীনে কুড়িটি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই কুড়িটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পনেরোটি গ্রাম পঞ্চায়েত কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অধীনে অবস্থিত।
উল্লেখ্য, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান এবছরও ঊনকোটি জেলা পরিসদে প্রার্থী হয়েছেন এবং একই সাথে গৌরনগর পঞ্চায়েত সমিতিতেও প্রার্থী হয়েছেন। মনোনয়ন পত্র জমা চলাকালীন বিধায়ক বিরজিত সিনহা জানান যে, কৈলাসহরে কংগ্রেস এবং সি.পি.আই.এম মিলে ইন্ডিয়া জোট হয়ে জেলা পরিসদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দেওয়া হয়েছে। এক দুইটি জায়গায় সমোঝোতা না হওয়ায় কেরল মডেলে লড়াই হচ্ছে, অর্থাৎ সি.পি.আই.এম ও কংগ্রেস উভয় দলের পক্ষ থেকেই প্রার্থী দেওয়া হয়েছে। এছাড়াও বিধায়ক বিরজিত সিনহা জানান যে, গৌরনগর ব্লকের অধীনে থাকা প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি ইন্ডিয়া জোট দখল করবে বলে বিধায়ক বিরজিত সিনহা জানান।

