কলকাতা, ১৮ জুলাই (হি.স.): সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুকুটে যোগ হতে চলেছে আরও একটি পালক। ২৯ জুলাই মোহনবাগান দিবস। এবারের ‘মোহনবাগান রত্ন’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
বৃহস্পতিবার একজিকিউটিভ কমিটি মোহনবাগান রত্ন হিসেবে সৌরভকে বেছে নিয়েছে। ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে দেওয়া হবে এই সম্মান।