কলকাতা, ১৮ জুলাই (হি.স.): আগের ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে ডারবি ম্যাচে হেরেছে মোহনবাগান। তার আগের দুটি ম্যাচ ড্র করেছে। অবশেষে বৃহস্পতিবার এলো প্রথম জয়। সবুজ-মেরুন ব্রিগেড ১-০ গোলে হারাল পিয়ারলেসকে। জয় এল টং সিং এর গোলে। এই জয়ে মোহনবাগানের পয়েন্ট হল চার ম্যাচে পাঁচ পয়েন্ট।
প্রথমার্ধে টং সিংয়ের গোলে এগিয়ে যায় মোহনবাগান। পেনাল্টি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন টং সিং। তাছাড়া প্রথমার্ধে মোহনবাগানের খেলা নজর কাড়তে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বৃষ্টি হয়। ভিজে মাঠে পিয়ারলেস বেশকিছু আক্রমণ করে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় পিয়ারলেস গোল করতে পারেনি। অবশ্যই রয়েছে মোহনবাগান ডিফেন্সের দৃঢ়তা। এই সময় মোহনবাগান ডিফেন্স দৃঢ়তা দেখাতে না পারলে যেকোনও সময় গোল খেতে পারত। শেষ পর্যন্ত এক গোল ধরে রেখে মাঠ ছাড়ে সবুজ-মেরুন।