নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই: ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করার আজ ছিল শেষ দিন। এদিন বিভিন্ন জায়গা থেকে হামলা হুজ্জতি ও সন্ত্রাসের অভিযোগ তুলেছেন কংগ্রেস দল। এরই প্রতিবাদে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার চেষ্টা চালানো সদর জেলা কংগ্রেস।
এইদিন কংগ্রেস ভবনের সামনে থেকে সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক সুবিশাল মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে কংগ্রেস কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করার চেষ্টা করে।
যদিও মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আগে থেকে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। কংগ্রেস নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন জায়গায় জায়গায় বিরোধী দলের প্রার্থীদের উপর আক্রমণ করা হচ্ছে। বিরোধী দলের প্রার্থীদের ব্লকে যেতে দেওয়া হয়নি। তারা মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। পুলিশ বিরোধীদের নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ হচ্ছে।এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়ে প্রশ্ন তুলে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা।