মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কল্যাণপুরে পঞ্চায়েত নির্বাচন বয়কট করল কংগ্রেস, দেখা মিলল না বামেদের, যৌথভাবে লড়াই করছে বিজেপি ও তিপ্রা মথা

নিজস্ব প্রতিনিধি, কল্যানপুর, ১৮ জুলাই: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র পেশ এর শেষ দিনে কল্যাণপুর রিটার্নিং অফিসার এর কাছে শুধুমাত্র শাসকদল বিজেপি তার জোট সঙ্গী তিপ্রা মথা কে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলো। একাধিক অভিযোগ তুলে কল্যাণপুর কংগ্রেস নির্বাচন বয়কট এর সিদ্ধান্ত নিলো। আর ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির তরফে বুধবার পর্যন্ত মনোনয়ন জমার আশ্বাস থাকা সত্ত্বেও তাঁদের  দেখা গেলো না।

গত ১৬ জুলাই বিজেপি একদফায় মনোনয়ন জমা দিয়েছিলো। দুটো পঞ্চায়েত এর মনোনয়ন বাকি রয়ে গিয়েছিলো। সেই কল্যাণপুর এবং মধ্য কল্যাণপুরের মনোনয়ন বৃহস্পতিবার তারা পেশ করলো। সাথে দুই জন তিপ্রা মথা প্রার্থী ও এদিন মনোনয়ন দাখিল করেন। কল্যাণপুর মন্ডল কার্যালয় থেকে রীতিমতো ঢাক ঢোল  নিয়ে সুসজ্জিত মিছিল বৃহস্পতিবার বিধায়ক পিনাকী দাস চৌধুরীর নেতৃত্বে কল্যাণপুর ব্লক অফিসে আসে।

মিছিল থেকেই বিধায়ক পিনাকী দাস চৌধুরী দাবি করেন বিরোধী দের মানুষ গণ প্রত্যাখ্যান করেছেন। এবারের পঞ্চায়েত ভোটে মানুষ বিজেপির পক্ষে নুতন ইতিহাস সৃষ্টি করবে। কংগ্রেস মনোনয়ন দিতে না পারার বিষয়ে কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ জানান ব্লক প্রশাসন একই সময় বিজেপি ও কংগ্রেস কে মনোনয়ন জমা দেবার সময় দেওয়ায় সংঘর্ষ এড়াতে তারা শেষ পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিতে পারে নি। কার্তিক দেবনাথের কথায় গত কাল পঞ্চায়েত এক্সটেনশন অফিসার কৌশিক দেববর্মা কংগ্রেস এর স্ট্যান্ডিং কমিটির মেম্বার কে ফোন করে তারা কোন সময় মনোনয়ন জমা দিতে আসবে তা নাকি জিজ্ঞেস করেন। তখন স্ট্যান্ডিং কমিটি মেম্বার কংগ্রেসের বিধান দেববর্মা ১২ টা থেকে ২ টা পর্যন্ত সময় চান।

কিন্তু বৃহস্পতিবার পৌনে বারোটা নাগাদ নাকি ব্লক প্রশাসন থেকে জানানো হয় কংগ্রেস এর মনোনয়ন দাখিল এর সময় ১২ টা। অথচ সেই সময় বিজেপি মনোনয়ন জমা দিচ্ছিলো। খোয়াই জিলা পরিষদের যে তিনটি আসন কল্যাণপুরে পড়েছে সেই গুলো তে প্রার্থী দিয়েছে কংগ্রেস। এদিকে সব ঘটনার সত্যতা জানতে রিটার্নিং অফিসার হিমেন্দু বিকাশ পালের সাথে যোগাযোগ করলে তিনি এই ধরণের মনগড়া অভিযোগ নস্যাত করে জানান মনোনয়ন পেশের সময় ১১ টা থেকে ৩ টা। সরকারী ভাবে কোন দলকেই সময় বেঁধে দেওয়া রীতি বিরুদ্ধ। এমন কাজ ব্লক প্রশাসন করেনি। মিথ্যে ব্লক প্রশাসন এর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। তিনি বলেন বৃহস্পতিবার মনোনয়ন দাখিল এর শেষ দিন বলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও করা হয়েছিল।

কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার এর সাথে কথা বলে  জানা গেছে পুলিশ প্রশাসন থেকেও বিরোধী দল দের পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত যা অবস্থা তাতে কল্যাণপুর ব্লকের ১১টি পঞ্চায়েত সমিতির আসনে শুধুমাত্র বিজেপি দল মনোনয়ন দাখিল করেন। ১৪ টি গ্রাম পঞ্চায়েত এর ১৪৬ টি আসনে ১৬১ আসনের মধ্যে বিজেপি ১৪৭ এবং ত্রিপরামথা ১৪ টি আসনে মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে ত্রিপরামথা দল দ্বারিকাপুর পঞ্চায়েতে ৪ টি আসন এবং পশ্চিম দ্বরিকাপুর পঞ্চায়েতে ৯ টি আসনে প্রার্থী দেন। অর্থাৎ সবমিলিয়ে দ্বারিকাপুর এবং পশ্চিম দ্বরিকাপুর পঞ্চায়েতে হবে বিজেপি এবং মথার মধ্যে। এদিন কল্যাণপুর ব্লক অফিসে কটোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *