নয়াদিল্লি, ১৮ জুলাই (হি. স.): বৃহস্পতিবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই দিল্লিতে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ির সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন।
জানা গেছে, এই গুরুত্বপূর্ণ বৈঠকে ছত্তিশগড়ের সড়ক প্রকল্প এবং আদিবাসী এলাকায় সড়ক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মুখ্যমন্ত্রী এই প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে গডকড়িকে বিস্তারিত জানিয়েছেন। এও জানা গেছে, গডকড়ি ছত্তিশগড়ের সড়ক পরিকাঠামো উন্নয়নে সম্ভাব্য সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী সাইকে।

