ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সরোজ সংঘ। গ্রুপের সাত ম্যাচের সাতটিতেই জয়ী। গ্রুপ লীগের অন্তিম ম্যাচে বুধবার উমাকান্ত কোচিং সেন্টার কে চার গোলে হারিয়ে গ্রুপ লিগ অভিযান শেষ করেছে। জয়ের সারণীতেই অটুট রয়েছে বলা চলে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সি ডিভিশন লিগ ফুটবলের বি গ্রুপে সরোজ সংঘ আজ, বুধবার চার গোলের ব্যবধানে উমাকান্ত কোচিং সেন্টার কে পরাজিত করেছে। প্রথমার্ধের জোড়া গোল বিপ্টর ত্রিপুরার। খেলার ৭ মিনিট ও ৩৯ মিনিটের মাথায়। দ্বিতীয়ার্ধে বিকন চাকমা ও প্রীতম সরকারের একটি করে গোল যথাক্রমে ৬২ ও ৮০ মিনিটের মাথায়। পক্ষান্তরে উমাকান্ত কোচিং সেন্টারের ছেলেরা গোল পরিশোধ করার মতো জোরালো আক্রমণ রচনা করতে পারেনি পাশাপাশি গোল ব্যবধান কমানোরও কোন সুযোগ পায়নি। সরোজ সংঘ টানা সাতটি ম্যাচে জয় ছিনিয়ে একুশ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে অবস্থান করছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অসীম বৈদ্য, খোকন সাহা, অরিন্দম মজুমদার ও সুকান্ত দত্ত।