স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট  এর উদ্যোগে স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট  এর উদ্যোগে এবং  সহায়তায় ১৫ থেকে ১৭জুলাই পর্যন্ত  পানিসাগর  ব্লকের  অন্তর্গত জলাবাসা দ্বাদশমান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবকদের নিয়ে তিন দিবসীয় লাইফ স্কিল ম্যানেজমেন্ট  প্রশিক্ষণ। তিনদিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের উপর স্বেচ্ছাসেবকদের  প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা।

পানিসাগর  ব্লক এলাকা থেকে মোট ৩৫জন স্বেচ্ছাসেবক কর্মী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল  স্বেচ্ছাসেবকদের জীবন দক্ষতার বিকাশ।  প্রশিক্ষণের কোর্স ডাইরেক্টর ছিলেন অর্পিতা চৌধুরী, এসিস্ট্যান্ট প্রফেসর, কম্পিউটার অ্যাপ্লিকেশন,  সিপার্ড। প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রীতম মালাকার, রণদীপ রুদ্র পাল।

প্রশিক্ষণ শেষে স্বেচ্ছাসেবকরা  ট্রেনিং সম্পর্কে  তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আজ সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন জলেবাসা দ্বাদশমান বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক দীপক বিল এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।  পরিশেষে প্রত্যেক স্বেচ্ছাসেবকদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।