মায়ের সঙ্গে অভিমানে আত্মহত্যা যুবকের, শাশুড়ির শাস্তির দাবি গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই:
মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করলো এক ছেলে। এই ঘটনাটি সংঘটিত হয়েছে  রানীবাজার এলাকায়।  মৃত ছেলের নাম রুবেল পাল(৩১)।
জানা গেছে সে জুয়েলারিতে কাজ করত। এদিন সামান্য বিষয়কে কেন্দ্র করে প্রথমে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় ছেলের।  এরপর মা বকুনি দিলে আত্ম অভিমানী  হয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে ছেলে রুবেল। সেই সময় তার  স্ত্রী ও মা ডাকাডাকি করলেও কর্ণপাত করেনি অভিমানী ছেলে।

শেষ পর্যন্ত চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে  তাকে উদ্ধার করে  নিয়ে যায় জিবি হাসপাতাল।  কিন্তু  তাকে দেখে মৃত  বলে ঘোষণা করেন চিকিৎসক । মঙ্গলবার ময়নাতদন্ত শেষে জিবি হাসপাতাল থেকে তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায়  মৃতের  স্ত্রী ও পরিবারের পাশাপাশি প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের ছায়া দেখা গেছে।

মৃত যুবকের স্ত্রীর অভিযোগ, তার শাশুড়ি প্রায়শই তার স্বামীর সঙ্গে মতবিরোধ করত। তাই বাধ্য হয়ে তার স্বামী আত্মহত্যা করেছে। শাশুড়ির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বামীহারা গৃহবধূ।