আগরতলা, ১৬ জুলাই: সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণে রায় ঘোষণা দিয়েছে উচ্চ আদালত। আগামী ৩ মাসের মধ্যে তাদের নিয়মিতকরণের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।
জনৈক শিক্ষক জানিয়েছেন, ত্রিপুরায় সর্বশিক্ষায় শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ নিয়মিতকরণের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু তাদের দাবি মানা হয়নি। তাই বঞ্চনার শিকার হয়ে জনৈক শিক্ষক চন্দন সেন ত্রিপুরা হাইকোর্টে একটি মামলা করেছিলেন। আদালত সেই মামলায় আজ রায় ঘোষণা দিয়েছে। হাইকোর্টের মুখ্য বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থের ডিভিশন ব্যাঞ্চ রায় দিয়েছে।
আদালতের নির্দেশ ২০১১ সালের ২৯ জুলাই পর্যন্ত যারা নিযুক্ত হয়েছিলেন তাদের নিয়মিতকরণ করতে হবে।
তিনি আরও জানিয়েছেন, ২০১১ সালের ২৯ জুলাইয়ের আগেই সর্বশিক্ষার সব শিক্ষক নিযুক্ত হয়েছিলেন।
বিস্তারিত আসছে…….

