নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ জুলাই: ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং বিরোধী সদস্যদের নিরাপত্তার জন্য মঙ্গলবার ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এক ডেপুটেশন প্রদান করা হয় উত্তর জেলার পুলিশ সুপারের নিকট।
রাজ্যে যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন তাকে সঠিকভাবে সম্পন্ন করতে এবং বিরোধী দলের সদস্যদের নির্বাচনী কাজে বাধা দেওয়ার বিরুদ্ধে নিরাপত্তা চেয়ে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এর কাছে এক ডেপুটেশন দেয় জেলা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে।
এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদক জোয়ান ভট্টাচার্য, জয়েন্ট সম্পাদক ইন্দ্রজিত পাল অ্যাডভোকেট বাঁচিত খান প্রমুখ কংগ্রেস নেতৃবৃন্দ। তাদের দাবি রাজ্যে বর্তমান ত্রিস্তরী নির্বাচনকে কেন্দ্র করে পরিবেশ স্বাভাবিক নয়। এই ভয়ংকর পরিস্থিতিকে বিরোধী দলের সদস্যরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না।
কখনো তাদের প্রতি হুমকি, ভাঙচুর আবার কখনো শারীরিক লাঞ্ছনা করা হচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে ধর্মনগর থানায় বেশ কয়েকটি মামলা করা হলেও পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেয়নি। তাই গণতান্ত্রিক পদ্ধতি অক্ষুন্ন রাখতে ২৪ ঘন্টার জন্য প্রতিটি প্রার্থীকে সরকারের নিরাপত্তা দেওয়া দরকার, এই দাবি জানানো হয় এদিন। জুনের ২৯ তারিখ ব্লক কংগ্রেস সভানেত্রী গৌরী বিশ্বাস, বড়ুয়াকান্দি নিবাসী হিমাদ্রি দেব এবং রত্না রায় কে হুমকি প্রদর্শন করা হয়। ১২ জুলাই গৌরী বিশ্বাসের বাড়ি ভাঙচুর করা হয় এবং ১৫ জুলাই মন্টু সিং কে হুমকি দেওয়া হয়। ১৫ জুলাই আবার বিকেল বেলা প্রদেশ জাতীয় কংগ্রেস সম্পাদক চয়ন ভট্টাচার্য কে রাস্তা আটক করা হয় এবং তাকে হুমকি দেওয়া হয় যে আগামী পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দল যাতে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। এমনটাই অভিযোগ কংগ্রেসের।
এই দাবিগুলি নিয়ে প্রতিনিধি দল উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সাথে ডেপুটেশনে সামিল হয়। প্রতিনিধি দল সাংবাদিকদের সামনে শাসকদলের ত্রিস্তরী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যে কার্যকলাপ চালাচ্ছে তাকে ধিক্কার জানিয়ে সুবিচারের আবেদন জানানো হয় এবং গণতান্ত্রিক অধিকার যাতে এই নির্বাচনে অক্ষুণ্ণ থাকে তার আবেদন জানানো হয়।