পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়ে বিজেপি ছেড়ে সিপিআইএম দলে যোগ দিলেন পঞ্চায়েত প্রধান

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ জুলাই: ত্রিপুরা রাজ্যে ত্রিস্তরী পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক ডামাডোলে কেউ কেউ বিধ্বস্ত হচ্ছে,আবার কেউ লাভজনক হচ্ছে বলে মনে করা হচ্ছে। যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রাধীন যুবরাজ নগর পঞ্চায়েতে ব্যাপক রদবদল হয়েছে। ২০১৮ সাল থেকে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসীন হওয়ার পর যুবরাজ নগর পঞ্চায়েতে প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন ২০১৪ সালে বিজেপিতে যোগদান করা বামাচরণ নাথ। এবার পঞ্চায়েত নির্বাচনে বামাচরণ নাথকে শাসক দলীয় টিকিট না দেওয়ায় তিনি বিক্ষুব্ধ হয়ে সোমবার বামাচরণ নাথ এলাকার বিধায়ক শৈলেন্দ্র নাথের হাত ধরে বিরোধী দল সিপিআইএমে ৪০ জন সমর্থক সহ যোগদান করেন।

শুধুমাত্র তাই নয়, বামাচরণ নাথের পুত্রবধূ মিঠু রানী দেবনাথ সিপিআইএম থেকে পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে নমিনেশন জমা দিয়েছেন। এলাকা পরিদর্শনে জনৈক শাসক দলের সমর্থক সঞ্জু নাথ জানিয়েছেন যুবরাজ নগর বিধানসভা কেন্দ্র থেকে এবার ৮ থেকে ৯ জন প্রার্থী নির্দল হিসেবে নমিনেশন জমা দিচ্ছেন। শাসক দলের প্রতি তাদের আস্থা অব্যাহত থাকলেও শাসক দলে নতুন নেতারা যেভাবে প্রাধান্য পাচ্ছে তাতে পুরনো দুর্দিনে যারা দলের হয়ে কাজ করেছে তারা সঠিক সম্মান না পাওয়ায় বিক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন জমা দিচ্ছেন। এই এলাকায় শাসকদলের প্রার্থী নির্বাচন নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে বলে অভিমত রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *