কাঠমান্ডু, ১৫ জুলাই (হি.স.): নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কে পি শর্মা ওলি। সোমবার বেলা এগারোটা নাগাদ কাঠমান্ডুর মহারাজগঞ্জের শীতল নিবাসে (রাষ্ট্রপতির দফতর) আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে পি শর্মা ওলি। এই নিয়ে চতুর্থবার নেপালের প্রধানমন্ত্রী হলেন ওলি।
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল এদিন কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট-এর চেয়ারম্যান কে পি শর্মা ওলিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান। উল্লেখ্য, গত শুক্রবার হাউস অফ রিপ্রেসেন্টেটিভে আস্থা ভোটে পুষ্প কমল দাহাল (প্রচন্ড) পরাজিত হন। এরপর ওলি নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবাকে সঙ্গে নিয়ে ১৬৫ জন সাংসদের স্বাক্ষরিত চিঠি রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে সরকার গঠনের দাবি জানান।