বুলেট দিয়ে নয়, মতপার্থক্যের জবাব ব্যালট বক্সে দিন : জো বাইডেন


ওয়াশিংটন, ১৫ জুলাই (হি.স.): বুলেট দিয়ে নয়, মতপার্থক্যের জবাব ব্যালট বক্সে দিন। ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার নিন্দা করে দেশবাসীর উদ্দেশ্য এই মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। দেশবাসীকে শান্ত থাকার বার্তা দিয়ে জো বাইডেন বলেছেন, “আমেরিকানরা একে অপরের শত্রু নয়, বন্ধু। যতই মতবিরোধ থাকুক না কেন।’’ 

দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন বলেন, ‘‘বুলেট দিয়ে নয়, মতপার্থক্যের জবাব ব্যালট বক্সে দিন।’’ বাইডেন আরও বলেন, ‘‘আমাদের এখন শান্ত থাকতে হবে। মনে রাখতে হবে, আমাদের মধ্যে যতই মতবিরোধ থাকুক না কেন আমেরিকান হিসাবে আমরা একে অপরের বন্ধু, সহকর্মী।’’ হিংসার পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বাইডেন। একই সঙ্গে সকলকে সংযত থাকতে বলেছেন।