আনন্দ, ১৫ জুলাই (হি.স.): গুজরাটের আনন্দ জেলায় বাস ও ট্রাকের জোরালো সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে আনন্দ শহরের কাছে আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেসওয়ের ওপর। পুলিশ সুপার গৌরব জাসানি বলেছেন, সোমবার ভোরে আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেস হাইওয়ের ওপর একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু ও ৮ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ভোর চারটে নাগাদ একটি লাক্সারি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। ট্রাকটি পেছনের দিক থেকে বাসটিকে ধাক্কা মারে। টায়ার ফেটে যাওয়ার কারণে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল বলে জানা গিয়েছে। বাসটি ডিভাইডারে বসে থাকা লোকজনের ওপর উল্টে যায়। এই ঘটনায় ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।