কলকাতা, ১৪ জুলাই (হি. স.): নতুন কর্মসূচির ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার রাজভবনের সামনে ধর্না ছিল শুভেন্দুর। সেখান থেকেই ২১ জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করার ডাক দিলেন তিনি। উল্লেখ্য, ২১ জুলাই ধর্মতলায় প্রতি বছর শহীদ সমাবেশ করে থাকে তৃণমূল। এবার সেই দিনই রাস্তায় নামার ডাক দিলেন বিরোধী দলনেতা। এদিন রাজভবনের সামনে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, এই উপনির্বাচনে যাঁরা ভোট দিতে পারেননি, যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের বাড়িতে বিরোধী দলনেতা ও বিধায়করা যাবেন। আগামী ২১ তারিখ গণতন্ত্র হত্যা দিবস পালন হবে।
2024-07-14