BRAKING NEWS

জিবি হাসপাতালে ডায়ালাইসিস পরিষেবা নিতে এসে হয়রানির শিকার রোগী সহ তাদের পরিজনেরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: জিবি হাসপাতালে ডায়ালাইসিস পরিষেবা নিতে এসে হয়রানির শিকার রোগীসহ আত্মীয় পরিজনরা। অভিযোগ পরিষেবা গ্রহণ করতে এসে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় ভুগছে রোগীরা।

রবিবার সকাল ৮টায় ডায়ালিসিস করতে আসার পর রোগীদের জানিয়ে দেওয়া হয় জলের পাম্প বিকল হয়ে আছে। অবশেষে রোগীরা বাধ্য হয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। দুপুর ১টার সময় চালু করা হয় পরিষেবা। এতেই বেশ কয়েকজন রোগী অসুস্থ হয়ে পড়েন। আর অভিযোগ আগে ডায়ালাইসিসের জন্য চার ঘন্টা সময় দেওয়া হতো কিন্তু সেই সময় পরিবর্তন করে আড়াই ঘণ্টা দেওয়া হয় এতেই রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছে বলেই অভিযোগ। এই সময় কমিয়ে দেওয়ার ফলে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন ডায়ালাইসিস গ্রহণ করতে আসা রোগীরা।

প্রতিদিন দূর দূরান্ত থেকে রোগীরা ডায়ালাইসিস পরিষেবা গ্রহণ করার জন্য জিবিপি হাসপাতালে ছুটে আসেন। কিন্তু তারপরেও সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না তারা। যার ফলে আর্থিক ক্ষতিসহ রোগীদের বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্য দপ্তর যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তার দাবী জানিয়েছেন রোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *