ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ছেলেদের ওপেন ট্রায়াল শুরু হয়েছে শুক্রবার থেকে। চলবে উনিশ জুলাই পর্যন্ত। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন এর উদ্যোগে অনূর্ধ্ব ১৯ ছেলেদের ওপেন ট্রায়াল থেকে ক্রিকেটার বাছাই পর্ব শুক্রবার থেকে শুরু হয়েছে। প্রথম দিনে, মূলতঃ ধর্মনগর কৈলাশহর, লংতরাই ভ্যালি ও কাঞ্চনপুরের ছেলেরা ধর্মনগর কলেজ স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল। একইভাবে ১৫ জুলাই সকাল দশটায় দক্ষিণ জেলার বিলোনিয়ায় ছয়টি মহকুমার অনূর্ধ্ব ১৯ ক্রিকেটাররা অংশ নেবে। মহকুমা ছয়টি হলো: শান্তিরবাজার, বিলোনিয়া, অমরপুর, গন্ডাছড়া, উদয়পুর ও সাব্রুম। ১৭ জুলাই, সকাল দশটায় তেলিয়ামুড়ায় দশমী ঘাটস্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়ামে চারটি মহকুমা তেলিয়ামুড়া, আমবাসা, খোয়াই ও কমলপুরের ছেলেরা ট্রায়ালে অংশ নেবে। ১৯ জুলাই, সকাল ১০ টায় আগরতলার এমবিবি স্টেডিয়ামে পাঁচটি মহকুমা- সদর, বিশালগড়, মোহনপুর, সোনামুরা ও জিরানিয়ার ক্রিকেটাররা ট্রায়ালে অংশ নেবে। উল্লেখ্য ক্রিকেটারদের জন্ম তারিখ ১লা সেপ্টেম্বর, ২০০৫ এ অথবা তার পরে হতে হচ্ছে। এই ওপেন ট্রায়াল সম্পন্ন করার জন্য ডিসির দায়িত্বপ্রাপ্ত তিনজন করে কোচ ও ফিজিও এবং পাঁচজন নির্বাচক যথারীতি দায়িত্ব পালন করছেন।
2024-07-13