দুর্গাপুর, ১৩ জুলাই (হি.স.) : রিলস বানাতে গিয়ে দামোদর নদে তলিয়ে মৃত্যু হল এক যুবতীর। এখনও নিখোঁজ আরও একজন। শনিবার ঘটনাটি ঘটেছে অণ্ডাল থানার মদনপুর এলাকায়। জানা গিয়েছে, এদিন দুপুরে দামোদর নদের পাড়ে মোবাইল ফোনে রিলস বানাচ্ছিলেন তিনজন যুবতী। আচমকাই তলিয়ে যেতে শুরু করেন তাঁরা। চিৎকার-চেঁচামিচি শুনে দু’জনকে উদ্ধার করেন স্থানীয়রা। তিনি জীবিত আছেন বলে জানা গিয়েছে। আরও একজন যুবতীকে উদ্ধার করা হয়। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। এখনও নিখোঁজ আরও এক যুবতী। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলাকারী দল।
2024-07-13

