ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মৌসুমির জোড়া গোল। অন্য চারজনের প্রত্যেকের একটি করে গোল। দুর্দান্ত জয় ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাবের। অনেকটা প্রথম লীগের মতোই ফিরতে লীগেও চলমানকে হারালো ফুলো-ঝানু অ্যাথলেটিক্স ক্লাব। তাও ডাবল ধামাকা। অর্থাৎ প্রথম লীগে ৩-০ তো ফিরতি লিগে ৬-১ গোল ব্যবধান। ছয় দলীয় মহিলা ফুটবল লিগে তৃতীয় স্থান পাকা বলা গেলেও লক্ষ্য রয়েছে চ্যাম্পিয়ন, রানার্স এর মতো সাফল্য অর্জনের। লীগ শুরুতে প্রথম দুটি ম্যাচে পরাজয় ফুলো ঝানুকে কিছুটা পিছিয়ে দিয়েছে। টি এফ এ আয়োজিত বৈকুণ্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবলে ফুলো ঝানু আজ, শনিবার ৬-১ গোলের ব্যবধানে চলমান সংঘ কে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ৫-০ গোলে এগিয়ে ছিল। গোলের শুরু ৪ মিনিটের মাথায় মৌসুমির ওড়াং-এর পা থেকে। ৮ মিনিট অন্তর অন্তর পর পর আরও দুই গোল দিপালী হালাম ও কুন্তী ওড়াং এর সৌজন্যে। ফের আরও ১০ মিনিট পর ঝুমা ওড়াং একটি গোল করলে ব্যবধান ৪-০ হয়। পক্ষান্তরে চলমান সংঘের মেয়েরা গোল পরিশোধ করার সুযোগ তো পায়নি, উপরন্ত রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে ৩৯ মিনিটের মাথায় রূপনি ওড়াং আরেকটি গোল করলে প্রথমার্ধেই ফুলো ঝানু ৫-০ তে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধেও ফুলো ঝানুর মেয়েরা প্রাধান্য বজায় রেখে খেলে ৬৫ মিনিটের মাথায় মৌসুমী ফের আরও একটি গোল করলে ম্যাচ ক্রমশ নিশ্চিত হতে থাকে ফুলো ঝানুর পক্ষে। ১০ মিনিট বাদে চলমান সংঘের স্নেহা দেবনাথ একটা সুযোগকে কাজে লাগিয়ে একমাত্র গোল করে ব্যবধান কমিয়ে এক-ছয় করে নেয়। এদিকে হারমুখো হলেও চলমানের অনিতা কে খেলায় অসদাচরণের দায়ে রেফারি কর্তৃক হলুদ কার্ড দেখে সতর্কিত হতে হয়। ম্যাচ পরিচালনায় ছিলেন: রেফারি আদিত্য দেববর্মা, উৎপল চৌধুরী, সুকান্ত দত্ত ও ইন্দ্রানী দে। দিনের খেলা: সকাল আটটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার বনাম জম্পুইজলা প্লে সেন্টার।