দুর্গাপুর,১৩ জুলাই(হি.স.): ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু শ্রমিকের। ক্ষতিপূরণের দাবিতে উত্তাল কারখানার গেট এলাকা। মৃতের পরিবারে ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ শুরু করল পরিবার ও এলাকাবাসী। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে, দুর্গাপুরের খয়রাশোল এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম জিতেন্দ্র মাহাতো(৪০)। কোকওভেন থানার সঞ্জীব সরণীর ভগৎপল্লীর বাসিন্দা জিতেন্দ্র একটি বেসরকারি ইস্পাত কারখানার কর্মী ছিলেন। ঘটনায় জানা গেছে, শুক্রবার দুপুরে খাবার খেতে যাওয়ার জন্য কারখানার গেটের কাছে রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময় একটি ট্রাক্টরের পিছনের চাকা খুলে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের উপরে উল্টে যায়। গুরুতর জখম হয় ওই বাইক আরোহী জিতেন্দ্র। আশপাশের বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের পর ক্ষতিপূরণের দাবিতে ওই কারখানার গেটে দেহ রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসী। বিক্ষোভে সামিল হন পরিবার-পরিজনও। বিক্ষোভকারীদের অভিযোগ, ক্ষতিপূরণ দিতে চাইছেন না কারখানা কর্তৃপক্ষ। তাই এই বিক্ষোভ। যতক্ষণ না ক্ষতিপূরণ দেওয়া হবে, আমরা আন্দোলন চালিয়ে যাব।”