রায়গঞ্জ সীমান্তে নিষিদ্ধ কাশির সিরাপ সহ ধৃত ভারতীয় নাগরিক

রায়গঞ্জ,  ১৩ জুলাই (হি. স.) :  দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে   রায়গঞ্জ সেক্টরের অধীনে বর্ডার আউট পোস্ট (বিওপি) চকগোপালের ১৩৭ তম ব্যাটালিয়নের সতর্ক বর্ডার গার্ডরা নিষিদ্ধ কাশির সিরাপ সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে। । ধৃত ভারতীয় নাগরিকের নাম বাবলু বর্মণ (৫৬)।  শনিবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  তথ্য অনুযায়ী, বাবলু বর্মণ তার ই-রিকশা (টোটো) নিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করার সময় ধরা পড়েন। ই-রিকশাটির পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানোর পর, বিএসএফ দলটি ই-রিকশা থেকে ১০৩ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করে। তবে বাবলু বর্মণ ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলেও বিএসএফের জওয়ানদের হাতে ধরা পড়েন। এর পর বিএসএফ জওয়ানরা উদ্ধারকৃত ফেনসিডিল ও ই-রিকশা বাজেয়াপ্ত করে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত ভারতীয় নাগরিককে বাজেয়াপ্ত মালামালসহ হিলি থানায় হস্তান্তর করেছে বিএসএফ জওয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *