পাথারকান্দি (অসম), ১৩ জুলাই (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন আসিমগঞ্জে নিজের ঔরসজাত পুত্রের হাতে নৃশংসভাবে খুন হতে হয়েছে। মৃত্যুর আগে পিতা ও পুত্রের সাথে সংঘটিত বচসার ঘটনা মোবাইলে রেকর্ড করে প্রশাসনকে পৌঁছে দেওয়ার কথা বলে গেছেন খোদ পিতা আলমাস উদ্দিন।
অভিযোগ, আসিমগঞ্জের ঔষুধ ব্যবসায়ী আলমাস উদ্দিনকে পারিবারিক কলহের জেরে প্রথমে বেধড়ক প্রহার এবং পরে বিষাক্ত দ্ৰব্য পান করিয়ে নাকি খুন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে মৃত আলমাসের প্ৰথমা পত্নীর পুত্ৰ জড়িত বলে অভিযোগ। পরে দ্বিতীয় পত্নীর পক্ষ থেকে এ ঘটনা সম্পর্কে পাথারকান্দি থানায় প্ৰথমা পত্নীর পুত্রের বিরুদ্ধে এক অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, বিগত করোনাকালে আলমাসের প্রথমা স্ত্রী মারা গিয়েছিলেন। পরে তিনি বদরপুর থেকে দ্বিতীয় বিয়ে করেন। গত কয়েকদিন ধরে তাঁর দ্বিতীয় স্ত্রীও বিশেষ কারণে তাঁর পিত্রালয়ে ছিলেন। এরই মধ্যে শুক্রবার বিকালে ঘটনাটি সংঘটিত হয়।
ঘটনার প্রথম ভাগের অংশ মোবাইলে ধারণ করে দ্বিতীয় স্ত্রীর কাছে পাঠিয়েছেন স্বামী আলমাস। গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি আলমাস উদ্দিনের। ঘটনার পর পালিয়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত পুত্র।
আজ শনিবার আলমাস উদ্দিনের মৃতদেহ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছিল পুলিশ। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারবর্গের হাতে পাথারকান্দি থানার পুলিশ তুলে দিয়েছে।
ঘটনা সম্পর্কে পাথারকান্দি থানার ওসি ইনস্পেক্টর দীপক দাস জানান, আলমাস উদ্দিন হত্যাকাণ্ডের পিছনে বহু কাহিনির অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর যথাবিহীত আইনি ব্যবস্থা নেবেন তাঁরা, জানান ওসি দীপক দাস।