আগরতলা, ১২ জুলাই: বিএসএই এবং সাব্রুম থানার পুলিশের যৌথ অভিযানে ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। পুলিশী জেরায় আটককৃতদের মধ্যে একজন ভারতীয় টাউট বলে জানা গিয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে সাব্রুম থানাধীন বিওপি কাঠালচেড়ি এলাকায় তিনজন ব্যক্তিকে আটক করে। পুলিশী জিজ্ঞাসাবাদে তাঁদের মধ্যে দুইজন বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করেন। কিন্তু একজন ভারতীয় টাউট রয়েছেন। সে সাব্রুম থানাধীন দৌলবাড়ি এলাকার বাসিন্দা থাইকাই মগ(২৬)।