নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): নতুন দিল্লিতে শুক্রবার বিমসটেক বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদীই এই সাক্ষাতের বিষয়ে নিজের সামাজিক মাধ্যম হ্যান্ডেলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “বিমসটেক বিদেশমন্ত্রীদের সঙ্গে দেখা করে আনন্দিত। যোগাযোগ, জ্বালানি, বাণিজ্য, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান, নিরাপত্তা এবং জনগণের মধ্যে বিনিময়-সহ আঞ্চলিক সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। একটি সফল শিখর সম্মেলনের জন্য থাইল্যান্ডকে পূর্ণ সমর্থন জানিয়েছি।”
2024-07-12