আগরতলা, ১২ জুলাই: গণতন্ত্র পুনরুদ্ধার করা সহ ৫ দফা দাবিতে সরব হয়েছে আগরতলা তপশিলী জাতি সমম্বয় সমিতি রাজ্য কমিটি। এদিন কমিটির পক্ষ থেকে রাজপথে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
এদিন সমিতির জনৈক নেতার অভিযোগ, বিজেপি সারা রাজ্যে সন্ত্রাসের রাজত্ব বাতাবরণ কায়েম করে রেখেছে। ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত না হয় তার চেষ্টা করছে।
এদিন তিনি বলেন, সরকারের নিকট ৫ দফা দাবি জানানো হয়েছে। পঞ্চায়েত নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও ভয়-মুক্ত পরিবেশে হয় তার জন্য গনতন্ত্র পুনরুদ্ধার করা, সরকারও ও বেসরকারি দপ্তরে সমস্ত শূন্যপদ পূরণ করা, রেগার মজুরি এবং টুয়েপের কাজের দিন ও মজুরি বৃদ্ধি, মৎসজীবি, লন্ডিজীবি এবং চর্মশিল্পীদের পেশা ভিত্তিক প্রকল্প চালু করা। পাশাপাশি, সাফাই কর্মীদের নিয়মিতকরন করারও দাবি জানিয়েছে।

