নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১২ জুলাই: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঊনকোটি জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে স্থানীয়ভাবে আসন সমঝোতা করার সিদ্ধান্তে উপনীত হয়েছে কংগ্রেস এবং বামেরা।
অবশেষে উনকোটি জেলায় কংগ্রেস সিপিআইএম জোট হলো। শুক্রবার কৈলাসহর কংগ্রেস ভবনে দুই দলের নেতৃবৃন্দ একসাথে বসে জোটের বার্তা দিলেন। আয়োজিত সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিত সিনহা, জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান ও সি পি এম জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী এবং বিভাগীয় সম্পাদক বিশ্বরূপ গোস্বামী।
বিধায়ক বীরজিত সিনহা বলেন, লোকসভা ও বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ছিল। এখন পনচয়েত নির্বাচনেও জোট হয়েছে। তবে জোট উনকোটি জেলায় থাকবে। উনকোটি জেলায় তিনটি ব্লক আছে। জিলা পরিষদ আছে একটি। বিধায়ক বলেন, শাসক দলের সন্ত্রাস উপেক্ষা করে মানুষ এই জোটকে ভোট দিবে।
জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান বলেন ,শাসকদলের দুর্নীতি স্বজন পোষন ইত্যাদির বিরুদ্ধে ভোটারা তাদের অধিকার প্রয়োগ করতে প্রস্তুত।আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তিনি বলেন শাসক দল গনতন্ত্র মানে না।শাসকদল যেন মনে করে না যে বিরোধী দল দুর্বল।তাই শাসকদল নির্বাচনের আগেই সন্ত্রস শুরু করে দিয়েছে।গৌরনগর ব্লকের ফুলবাড়ি কান্দী গ্রাম পঞ্চায়তের এক কংগ্রেস সমর্থকের পুকুরে গতরাতে বিষ ঢেলে মাছ ধংস করে দিয়েছে। তাছাড়া অন্য আরেক জন কংগ্রেস সমর্থকের পায় ২৫০০ সুপারী ছোট ছোট গাছ কেটে দিয়েছে। এভাবে শাসকদল পরাজয় নিশ্চিত জেনে সন্ত্রস শুরু করে দিয়েছে।
সি পি আই এম জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চোধুরী বলেন লোকসভা ও বিধানসভা নির্বাচনে জোট ছিল। কিন্তু পঞ্চায়েত স্তরে জোট করতে অনেক আলোচনা করতে হয়েছে। । পঞ্চায়েত স্তরে কোন ধরনের কাম কাজ নেই। শাসকদলের পায়ের তলায় মাটি নেই। তারা ভয় পেয়েছে। গ্রামের গরিব মানুষের কামকাজের অভাবে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। তিনি বলেন কংগ্রেস সি পি আই এম জোট হয়েছে।এই জোট নির্বাচনে ক্ষমতাসীন হবে। তিনি বলেন, ছোটখাটো কিছু অমত রয়েছে।যা আলোচনায় মিটমাট হয়ে যাবে। উনকোটি জিলা পরিষদে তেরটি আসন। যার মধ্যে কুমারঘাটে ছয়টি আসন এবং গৌরনগর এলাকায় চারটিও চন্ডিপুর ব্লক এলাকায় তিন টি আসন। এদিকে বিধায়ক বীরজিত সিনহা বলেন, শাসকদল গ্রাম গঞ্জের মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে। হাহাকার চলছে দরিদ্র মানুষের পরিবারে।