স্থিতিশীল রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসকদের

নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): স্থিতিশীল রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি এই মুহূর্তে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসকদের। শুক্রবার বিকেলে দিল্লি-র এইমস-এর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এইমস জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কিছু শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার দিল্লির এইমসে ভর্তি হন। প্রতিরক্ষা মন্ত্রীকে ওল্ড প্রাইভেট ওয়ার্ডে ভর্তি করা হয়। পিঠে ব্যথা অনুভব করছিলেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে বলেই জানা গিয়েছে।