সীমান্ত সুরক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে বিএসএফের অতিরিক্ত মহাপরিচালকের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক  মুখ্যমন্ত্রীর 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই:  সীমান্ত সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার সঙ্গে দেখা করলেন বিএসএফ(ইস্টার্ন কমান্ড) কলকাতা- র  অতিরিক্ত মহাপরিচালক রবি গান্ধী। উল্লেখ্য দুদিনের ত্রিপুরা সফরে এসেছেন তিনি। রাজ্যে এসে রাজ্যের সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন তিনি। সঙ্গে ছিলেন মুখ্য সচিব জিতেন্দ্রকুমার সিং( আইএএস), ত্রিপুরা পুলিশের ডিজিপি অমিতাভ রঞ্জন ( আইপিএস) ।

এদিনের এই উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্যের সীমান্ত সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক প্রযুক্তিগত উন্নত পদক্ষেপ গ্রহণ এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে গ্রহণকারী বিভিন্ন ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে।

উল্লেখ্য, ১২ এবং ১৩ জুলাই দুদিনের রাজ্য সফরে এসেছেন এডিজি রবি গান্ধী। বিএসএফ আধিকারিকদের সঙ্গে সীমান্ত সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তিনি। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের বিষয়েও ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।

এদিন রাজ্যে প্রবেশের পর বিএসএফ(ইস্টার্ন কমান্ড) কলকাতা- র  অতিরিক্ত মহাপরিচালক রবি গান্ধীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, বিএসএফের আইজি পাটেল পুরুষোত্তম দাস(আইপিএস), সহ অন্যান্য আধিকারিকেরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *