হারারে, ১১ জুলাই (হি.স.): বুধবার হারারেতে ডে নাইট ম্যাচে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ২৩ রানে হারিয়ে ২-১ এ এগিয়ে গেল ভারত। ভারতের দেওয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৯ রানে থেমেছে জিম্বাবোয়ে।
প্রথম ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬০ রান করা জিম্বাবোয়ে শেষ ১০ ওভারে ১ উইকেট হারিয়ে করেছে ৯৯ রান। ডিলন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি করে ৬৫ রানে অপরাজিত থাকেন। মাদান্দে করেছেন ২৬ বলে ৩৭ রান। ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ওয়াশিংটন সুন্দর। আভেশ খান নিয়েছেন ২ উইকেট।
প্রথমে ব্যাটিংয়ে নেমে শুভমান গিলের ৬৬ এবং রুতুরাজ গায়কোয়াড়ের ৪৯ রানের সুবাদে ১৮২ রান করে ভারত। যশস্বী জয়সওয়াল ওপেনিংয়ে নেমে করেছেন ৩৬ রান। জিম্বাবোয়ের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সিকান্দার রাজা ও ব্লেসিং মুজারাবানি।