(আপডেট) মুম্বইয়ে বিলাসবহুল গাড়ি দুর্ঘটনা: বিচারবিভাগীয় হেফাজত চালকের

মুম্বই, ১১ জুলাই (হি. স.): মুম্বইয়ে বিএমডব্লুউ গাড়ি দুর্ঘটনায় চালক রাজঋষি বিদায়তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠালো আদালত। তাঁকে এদিন সেওরি আদালতে পেশ করেন তদন্তকারীরা। তারপরেই আদালত এই নির্দেশ দেয়। 

জানা গেছে, এই ঘটনায় মূল অভিযুক্ত বহিস্কৃত শিবসেনা (শিন্ডে শিবিরের) নেতার ছেলে মিহির শাহের গাড়ির চালক রাজঋষি বিদায়তের পুলিশ হেফাজতের শেষ দিন ছিল বৃহস্পতিবার। তাই তাঁকে এদিন সেওরি আদালতে পেশ করেন তদন্তকারীরা। সূত্রের খবর, দুজনকে মুখোমুখি বসাতে চায় তদন্তকারী আধিকারিকরা। মিহির ও রাজঋষিকে একসঙ্গে জেরা করা হতে পারে বলে জানা যাচ্ছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *