নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই: পাপাই সাহার মৃত্যুবার্ষিকী কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বৃহস্পতিবার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।
উল্লেখ্য, ২০১১ সালে ১১ জুলাই রাজ্যে মেডিকেল কলেজের কেলেংকারী নিয়ে যে ছাত্র আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে মৃত্যু হয়েছিল পাপাই সাহার। তারপর থেকেই এই দিনটিকে পালন করে আছে প্রদেশ কংগ্রেস। এদিন নেতৃত্বরা বলেন, ২০১১ সালে গুলিতে মৃত্যু হয়েছিল পাপাই সাহার। কিন্তু এখনো পর্যন্ত তার হত্যাকারীকে খুঁজে বার করতে পারেনি প্রশাসন। তৎকালীন সরকার এবং বর্তমান সরকারের কাছে প্রদেশ কংগ্রেস পাপাই সাহার হত্যাকারীকে খুঁজে বার করার দাবি জানিয়েছিলেন। কিন্তু এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডে জড়িতদের কোন শাস্তি হয়নি।