কলকাতা, ১১ জুলাই (হি.স.): উত্তর ২৪ পরগণার আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবে এক কিশোরকে শারীরিক নির্যাতনের ঘটনায় পুলিশ বেলঘরিয়া থেকে জয়ন্ত সিং ঘনিষ্ঠ প্রসেন দাস ওরফে লালটুকে গ্রেফতার করেছে। বুধবার রাতে বেলঘরিয়ার কৃষ্ণপল্লী এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই ক্লাবে এক কিশোরকে মারধর এবং অত্যাচারের ঘটনায় এই নিয়ে ৭ জনকে গ্রেফতার করা হল। আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ।
সম্প্রতি একটি ভিডিয়োয় দেখা যায়, চোর সন্দেহে এক কিশোরকে নগ্ন করে অত্যাচার চালাচ্ছে অভিযুক্ত। যন্ত্রণায় ছটফট করছে ওই কিশোর। সেই ঘটনার তদন্তে নেমে লাল্টু-সহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বেলঘরিয়ার বাসিন্দা লাল্টু স্থানীয়দের কাছে জয়ন্তের অনুগামী হিসাবেই পরিচিত। লাল্টুর গ্রেফতারির পর দুই ভিডিয়োকাণ্ডে জয়ন্ত ছাড়াও তাঁর মোট ৭ সঙ্গী গ্রেফতার হল।